পরিবেশ ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে দেশের পরিবেশকে ধ্বংস করেছে।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকার উত্তরায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর সমালোচনা করে বলেন, এসব প্রকল্প সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি। তিনি বলেন, 'প্রকৃতি ধ্বংস করে কোনো জাতি টিকে থাকতে পারে না।'
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে দেশ সম্পূর্ণ বিপর্যয়ের মুখে পড়তে পারে।
পরিবেশ রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিএনপি নেতা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে