Views Bangladesh Logo

হাইকোর্টের রায় নিয়ে নারীর অধিকার লঙ্ঘন চেষ্টা গ্রহণযোগ্য নয়: মহিলা পরিষদ

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতি সংক্রান্ত হাইকোর্ট বিভাগের রায়ের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অধিকার খর্বকারী নানা প্রচারণা লক্ষ করা যাচ্ছে। হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে নারীর মানবাধিকার ক্ষুণ্ন হতে পারে এ ধরনের কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের কাছ থেকে জেন্ডার সংবেদনশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এবং সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয় বিবৃতিতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ