উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর উত্তরার জসিম উদ্দিন সড়কের উড়ালসেতুর কাছে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফুয়াদ হাসান হৃদয় (২৬)। সকাল সাড়ে ৬টার দিকে তার মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উড়ালসেতুর পাশে সড়কের ডিভাইডারের কাছে সংঘর্ষের পর হৃদয় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন।
পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল ৮টা ১৫ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হৃদয়ের সঙ্গে হাসপাতালে আসা রাজিব হোসেন জানান, তিনি ময়মনসিংহ যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। সংঘর্ষের পর তাকে রাস্তায় গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।
নিহতের চাচাতো ভাই তামজিদুল ইসলাম জানান, তাদের বাড়ি নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ ইসলামপুর গ্রামে। হৃদয় টঙ্গীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনার সময় তিনি টঙ্গী থেকে উত্তরা যাচ্ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে