Views Bangladesh Logo

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু, উদ্ধার ৮

সেন্টমার্টিন থেকে টেকনাফ যাওয়ার পথে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরের ঘোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বোটে থাকা ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন সেন্টমার্টিন পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তার। টেকনাফ থানার পরিদর্শক আবু জায়েদ মো. নূর জানান, পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কোস্টগার্ড জানায়, সকাল ১০টার দিকে সেন্টমার্টিন থেকে ১০ যাত্রী নিয়ে দুটি স্পিডবোট টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। ঘোলারচর এলাকায় পৌঁছালে আকস্মিক ঢেউয়ে একটি বোট উল্টে যায়। সঙ্গে থাকা অন্য স্পিডবোটটি দ্রুত যাত্রীদের উদ্ধার করে শাহপরীর দ্বীপে নিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী তোলার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ