Views Bangladesh Logo

ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বানিয়াচং উপজেলার সাগরদিঘী গ্রামের বাসিন্দা শামীমা আক্তার (৪৫) এবং তার ৪ বছর বয়সী ছেলে তোকি আহমেদ মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে আছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ