Views Bangladesh Logo

ঘন কুয়াশায় বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা–ছেলের মৃত্যু

গুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক মা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল গ্রামের রনি বেগম (৩০) এবং তার ৯ বছর বয়সী ছেলে আরাফাত।

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন মা ও ছেলে। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কুয়াশার কারণে তারা ট্রেনটি দেখতে পাননি বলে ধারণা করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।

তিনি বলেন, শীতকালে কুয়াশার কারণে রেললাইন এলাকায় চলাচলের সময় সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ