Views Bangladesh Logo

নরসিংদীতে ছয়জনকে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মা-ছেলে নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রিনা বেগম (৩৮) ও তার ছেলে ফরহাদ (১৫)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ও দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

রিনা বেগমের শরীরের ৫৮ শতাংশ এবং ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে রিনা বেগম ও দুপুর ১২টার দিকে ফরহাদ মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় রিনার ছোট ছেলে তাওহিদ (৭) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন রিনার বড় ছেলে জিহাদ (২৪), বোন সালমা বেগম (৩৪) ও ভাগ্নে আরাফাত (১৫)।

গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ মিয়া (৪৪) নামের এক পিকআপচালক ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে স্ত্রী রিনা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকছিলেন। সেখানেই রাতের আঁধারে ফরিদ মিয়া গিয়ে আগুন ধরিয়ে দেন এবং ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে টিনের ঘরের দরজা ভেঙে দগ্ধ ছয়জনকে উদ্ধার করেন। পরে ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনার পরদিন শুক্রবার রাতে রিনার মা হোসনা বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ফরিদ মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন। শনিবার রাতে রায়পুরার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় রিনা বেগম ও তার ছেলে ফরহাদের মৃত্যু হয়েছে। ফরিদ মিয়া বর্তমানে কারাগারে রয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ