মোহাম্মদপুরে মা-মেয়েকে ‘কুপিয়ে হত্যা’
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন লাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রেসিডেনসিয়াল কলেজের উল্টো পাশে থাকা ওই বাসায় ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা দুটি লাশ একসাথে পেয়েছি। ঘটনাস্থলে কাজ চলছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে