Views Bangladesh Logo

খাগড়াছড়িতে ঘরে ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে উপজেলার পূর্ব বাগানটিলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে ঘর থেকে গরু-হাঁস-মুরগি বের না হওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ঘরে ঢুকে মা আমেনা বেগম ও তার মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগমের দুই মেয়ে ও পাঁচ ছেলে রয়েছে। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ