মেয়েকে খুঁজতে গিয়ে নিখোঁজ মা, গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার মরদেহ
ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ ডায়াবেটিস বাজার এলাকায় একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—কিশোরী জোবাইদা রহমান ফাতেমা (১৪) এবং তার মা রোকেয়া রহমান (৩২)। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রোকেয়ার স্বামী শাহীন আহমেদ জানান, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার মেয়ে জোবাইদা গৃহশিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি না ফেরায় মেয়েকে খুঁজতে বের হন রোকেয়া রহমান। ওই সময় থেকেই মা ও মেয়ে দুজনই নিখোঁজ হন।
পরদিন ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে চলতি বছরের ৬ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলাও দায়ের করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গৃহশিক্ষিকা মিম আক্তারের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানানো হলে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় খাটের নিচ থেকে রোকেয়া রহমানের এবং বাথরুমের ছাদ থেকে কিশোরী ফাতেমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রনি চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটটি তল্লাশি করা হয়। সেখান থেকেই মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে