কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ তাহমিনা বেগম তার মেয়ে সুমাইয়া আফরিনকে নিয়ে ওই ফ্ল্যাটে ঘুমিয়ে ছিলেন। রাতে তাহমিনা বেগমের ছেলে বাসায় ফিরে তাদের ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে দীর্ঘ সময় তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাহমিনা বেগম ও সুমাইয়া আফরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে