Views Bangladesh Logo

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুড়ার সোনাতলা উপজেলায় একই ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে নিজ বাড়িতে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, শিচারপাড়া গ্রামের কামরুজ্জামানের স্ত্রী চায়না বেগম (৩৫) ও তার মেয়ে মেয়ে খাদিজা (১৪)।

এসব তথ্য নিশ্চিত করেন সোনাতলা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) কবীর হোসেন।

ওসি জানান, মা-মেয়ে মরদেহ একই ঘরে পাওয়া যায়। তাদের দুজনের দেহই ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল আর গলায় দড়ি প্যাঁচানো ছিল। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ