মুরাদনগরে গণপিটুনিতে মা-ছেলে ও মেয়ে নিহত
কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ৩ জনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, মাদক ব্যবসার অভিযোগ তুলে কিছু লোক তাদের পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, রোকসানা ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনায় জড়িত ছিলেন। এ নিয়ে মুরাদনগর ও পাশের কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে তারা জানায়। ক্ষোভ থেকেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে