মানিকগঞ্জে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেখা আক্তার (২৯), তার দুই বছরের মেয়ে সাইফা এবং আগের সংসারের এগারো বছরের ছেলে আলভী। শেখা আক্তার মালয়েশিয়া প্রবাসী শহীন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী। তাদের বাড়ি হরিরামপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখা আক্তার পরিবারসহ একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী আলমগীর বিদ্যুতের বিল দিতে গিয়ে বাসার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে শেখা আক্তার বিষপান করেন এবং দুই সন্তানকেও হত্যা করেন।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে