Views Bangladesh Logo

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

য়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেবিচকের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়ে এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এটি সরকারি গেজেট ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশেরও নির্দেশ দেয়া হয়েছে।

বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা মোস্তফা মাহমুদ বর্তমানে জিডি (পি) শাখায় কর্মরত। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।

২৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করা হয়। তবে, এর কারণ উল্লেখ করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ