শক সিনড্রোমেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু: স্বাস্থ্য বিভাগ
চলতি বছরের ডেঙ্গুতে ১১৩ জনের মৃত্যুর বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু শক সিনড্রোম (ডিএসএস) ও গুরুতর ডেঙ্গু জটিলতা বা অঙ্গ ব্যর্থতায় (ইডিএস) বেশিরভাগ রোগী মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার বিকেলে (২২ সেপ্টেম্বর) নিজস্ব সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডিএসএসে ৫৬ জন ও ইডিএসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। অন্য কারণগুলোর মধ্যে ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোমে একজন, সম্মিলিত ডিএসএস ও ইডিএসে নয়জন, বহু-অঙ্গ ব্যর্থতায় পাঁচজন এবং কার্ডিয়াক শকে ছয়জন রোগী মারা গেছেন।
কর্মকর্তারা উল্লেখ করেন, সময়মতো চিকিৎসা না পাওয়া রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন। হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে মৃতদের অর্ধেকেরও বেশি মারা যান। বেশিরভাগ ক্ষেত্রে ২০ থেকে ৩০ বছর বয়সী রোগীরা মারা যাচ্ছেন।
স্বাস্থ্য পরিচালক অধ্যাপক ডা. আবু জাফর সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শক, রক্তপাত এবং অঙ্গ ব্যর্থতার মতো জটিলতাগুলি একবার দেখা দিলে তা পরিচালনা করা কঠিন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে