Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় এক দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১১০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৪ জন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ত্রাণ ও খাবারের অপেক্ষায় ছিলেন।


রোববার (১৩ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার (১২ জুলাই) দক্ষিণ রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় জিএইচএফের সামনে খাদ্য সহায়তার লাইনে দাঁড়ানো মানুষেরা ভয়াবহ হামলা শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সরাসরি লাইনে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালায়, যা অনেকের মতে গণহত্যারই শামিল। এতে ৩৪ জন নিহত ছাড়াও আহত হন শতাধিক।


গাজার স্বাস্থ্যকর্মীরা জানান, হামলায় নিহতদের অনেকেই মাথা ও পায়ে গুলিবিদ্ধ হন। আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল-দেগরান বলেন, চিকিৎসা সামগ্রীর ঘাটতির কারণে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা।


আল জাজিরার খবরে বলা হয়েছে, মানবিক সহায়তা কেন্দ্রে এমন হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলার ধরন, লক্ষ্যবস্তু এবং হতাহতের সংখ্যা গভীর উদ্বেগেরও জন্ম দিয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা একে ‘মানব হত্যাযন্ত্র’ এবং ‘মৃত্যুর ফাঁদ’ বলে উল্লেখ করেছে।


একই দিন গাজার তুফাহ এলাকার জাফফা স্ট্রিটে একটি বাড়িতে বোমা হামলায় নিহত হন চার জন, আহত হন ১০ জন। জাবালিয়ায় দুটি আবাসিক ভবনে হামলায় মারা যান ১৫ জন, শাতি শরণার্থী শিবিরে নিহত হন আরও সাত জন। এছাড়া উত্তর গাজার বেইত হানুন এলাকায় ইসরায়েল একযোগে প্রায় ৫০টি বোমা নিক্ষেপ করেছে।


নাসের হাসপাতালের সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বোমা হামলা চালিয়েছে, যেখানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। দক্ষিণ আল-মাওয়াসিতেও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে তাঁবুতে হামলা হয়েছে। সেখানে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।


গাজা সিটির হামিদ স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অন্য একটি হামলায় কমপক্ষে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত ২১ মাসে ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৮২ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ৩৮ হাজার ৯৫ জন। হতাহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এই সময়ে গাজার ২০ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে।


ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা গাজায় ২৫০ বার হামলা চালিয়েছে। এ সময় খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে কড়াকড়ি আরোপ অব্যাহত রেখেছে তারা। যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করছে।


গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অপুষ্টিজনিত কারণে ও অনাহারে ৬৭ জন শিশু মারা গেছে। আরও প্রায় ছয় লাখ ৫০ হাজার শিশু চরম ঝুঁকিতে রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, খাবার ও ওষুধের ঘাটতিতে গত তিন দিনে বহু মানুষের মৃত্যু হয়েছে। বর্তমান পরিস্থিতিকে ‘এক ভয়াবহ মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ