Views Bangladesh Logo

প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান মনজিল মোরশেদের

 VB  Desk

ভিবি ডেস্ক

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচপিআরবি)-এর কেন্দ্রীয় সভাপতি মনজিল মোরশেদ প্রবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষার জন্য প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি সব প্রবাসীকে এই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ারও পরামর্শ দিয়েছেন। এসব মন্তব্য তিনি এইচপিআরবির সুইডেন শাখার আয়োজিত এক সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠানে করেছেন।


অনুষ্ঠানটি ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় স্টকহোমের কিস্তা ট্রাফ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন মনজিল মোরশেদ। সেমিনারের সভাপতিত্ব করেন এইচপিআরবি সুইডেনের সভাপতি গোলাম রব্বানি, এবং সঞ্চালনা করেন ফখরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিবুল খান।


সেমিনারে প্রবাসীরা বাংলাদেশে ভ্রমণের সময় তাদের অধিকার লঙ্ঘন এবং যথাযথ প্রতিকার না পাওয়া সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করেন। বক্তাদের মধ্যে ছিলেন সুইডিশ প্রবাসী মীর মুরতজা হোসাইন, হেলাল উদ্দিন, সালেহ রহমান, আইনুল হক ও এম. খুরশেদ আলম চৌধুরী।


মনজিল মোরশেদ বলেন, 'বিশ্বব্যাপী হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন এবং রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখেন। তারপরও বাংলাদেশে ভ্রমণের সময় তারা প্রায়ই বিমানবন্দর এবং অন্যান্য স্থানে হয়রানির শিকার হন এবং যথাযথ প্রতিকার পান না। তাদের সম্পত্তি ও জমি কখনো জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে দখল করা হয়, এবং সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে অবস্থান থাকার কারণে দীর্ঘ আইনি প্রক্রিয়া চালানো কঠিন হয়ে যায়। এতে অনেকেই হতাশ হন। এই ধরনের সমস্যার সমাধানের জন্য একটি প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করা আবশ্যক। প্রবাসীরা রাজনৈতিক পার্থক্য ভুলে একযোগে কাজ করলে তাদের অধিকার দাবি করা সহজ হবে। এইচপিআরবি বাংলাদেশে তাদের অধিকার সুরক্ষার জন্য আইনি সহায়তা প্রদান করবে।'


সেমিনারটি প্রবাসীদের অভিজ্ঞতা শেয়ার এবং প্রবাসী ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ