Views Bangladesh Logo

নতুন দুদক সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খালেদ রহিম

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ খালেদ রহিম। বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা খালেদ রহিম দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে এই পদে যোগ দিলেন।

রোববার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি পেয়ে তাকে দুদকে নিয়োগ দেয়া হয়। এই সংক্রান্ত সরকারি আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় ১৬ জুলাই জারি করে। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

খালেদ রহিম তার কর্মজীবন শুরু করেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে। পরবর্তীতে তিনি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিয়মিত অতিথি বক্তা হিসেবে অংশ নেন এবং জনপ্রশাসন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে তার অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ