মাদ্রাসায় চালু হচ্ছে আধুনিক শিক্ষাও: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী, বাস্তবমুখী ও আধুনিক করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্য আধুনিক শিক্ষার উপাদান সংযোজন করা হবে।
এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়ে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বিত রূপ তৈরি করে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ানোই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা।
অধ্যাপক সি আর আবরার বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসাশিক্ষা গুরুত্বপূর্ণ স্তম্ভ। লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে শিক্ষা নিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। ১৭৮০ সালে প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা এর অনন্য উদাহরণ।
শিক্ষা উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা অবশ্যই মাদ্রাসাশিক্ষার কেন্দ্রবিন্দু থাকবে। তবে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে আধুনিক শিক্ষার উপাদানগুলোও সংযোজন করা হবে। আধুনিক ও বাস্তবসম্মত শিক্ষায়ও তাদেরকে দক্ষ করে তোলা হবে এবং তাদের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘আমরা চাই, এই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবমুখী এবং আধুনিক রূপে গড়ে তুলতে। মাদ্রাসাশিক্ষার ঐতিহ্যে যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞানচর্চা ও ধর্মবিদ্যা একসঙ্গে ছিল। আমরা চাই, এই ধারাকে পুনরুজ্জীবিত করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বিত রূপ তৈরি করতে’।
সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে