Views Bangladesh Logo

বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিতে বিটিআরসির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিংমলের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।

বিক্ষোভকারীরা মোবাইল আমদানিতে ৫৭ শতাংশ কর কমিয়ে ১০–১২ শতাংশে নামানো, এনইআইআর সংস্কার এবং বাজারের সিন্ডিকেট প্রথা বন্ধের দাবি জানান। স্লোগান দিতে দিতে তারা অবরোধ চালিয়ে গেলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। একই দাবি জানিয়ে আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর চালুর আগে আলোচনা না হলে আন্দোলন আরও বাড়ানোর হুঁশিয়ারি দেন তারা।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা রাস্তায় বসে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তা খালি করতে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।

এর আগে গত ৩০ নভেম্বর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন মোবাইল ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হলে অনিবন্ধিত, চুরি হওয়া ও অনুমোদনবিহীন ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ