Views Bangladesh Logo

মুঠোফোনে হুমকি পাচ্ছেন কোয়াব সভাপতি মিঠুন

জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন অভিযোগ করেছেন, তাকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, দেশি ও বিদেশি অচেনা কয়েকটি নম্বর থেকে এসব হুমকি আসছে।

মিঠুন বলেন, 'নম্বরগুলো থেকে আমাকে উদ্দেশ্য করে গালাগাল এবং ক্রিকেটারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হচ্ছে। হুমকিতে বলা হয়েছে, ক্রিকেটাররা ‘দালালি’ করছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এমনকি হুমকিতে বলা হয়েছে, ‘আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না।

তিনি আরও জানান, রাত ৯টার পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। মিঠুন বলেন, 'ক্রিকেটাররা দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি, তারপরও কেন এমন হুমকি আসছে, তা আমরা বুঝতে পারছি না। আমরা কেবল নিজেদের অধিকার নিয়ে কথা বলেছি, সেটি কি অন্যায়?'

হুমকির ঘটনায় এখনো আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে মিঠুন জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আইনি পথে যাওয়ার কথাও ভাবা হচ্ছে।

এই অভিযোগ আসে দেশের ক্রিকেটে উত্তপ্ত এক সময়ে। সম্প্রতি বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে কোয়াব বুধবার রাতে তাঁর পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়ে পদত্যাগ না হওয়ায় বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বয়কট করা হয়।

পরে বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা নিজেদের দাবি নিয়ে অনড় থাকার কথা জানান। সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন সভাপতি মোহাম্মদ মিঠুন। এরপর বিসিবি নাজমুল ইসলাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিলে কোয়াব কিছুটা নমনীয় অবস্থান নেয়। সংগঠনটি জানায়, নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং বিসিবি তার পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চালু রাখলে, পরদিন থেকেই ক্রিকেটাররা মাঠে নামবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ