ক্ষমতাসীনদের কাছে মব সহিংসতা ক্ষমতার একটি স্তম্ভে পরিণত হয়েছে: ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাষ্ট্র কাঠামোর ভেতর এক ধরনের ‘মব শাসন’ গড়ে উঠেছে, যেখানে ক্ষমতাসীনরা মব সহিংসতার পেছনের শক্তিকে তাদের কর্তৃত্বের একটি প্রধান স্তম্ভ হিসেবে দেখছে।
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির প্রতিবাদে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সব নাগরিকের দায়িত্ব হলেও এর প্রধান দায় সরকারের ওপরই বর্তায়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী করছে—সে বিষয়ে তাদের জবাবদিহি করতে হবে।
প্রতিবাদ সভায় রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
বক্তারা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি পত্রিকার কার্যালয়ে হামলা কেবল গণমাধ্যমের ওপর আক্রমণ নয়; এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতির ওপর হামলা। তারা সরকারের নিষ্ক্রিয়তাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে স্বাধীন গণমাধ্যম রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীরা হোটেলের বাইরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের মধ্যে ঐক্য এখন সময়ের দাবি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে