Views Bangladesh Logo

জুলাইয়ের চেয়ে আগস্টে গণপিটুনিতে হত্যা বেড়েছে: এমএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গণপিটুনিতে হত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে। জুলাই মাসে এর সংখ্যা ছিল ৫১। গণপিটুনিতে আগস্টে ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) আগস্ট মাসের প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জনকে চুরির অভিযোগে, চার জনকে সন্দেহভাজন চুরির অভিযোগ এবং তিন জনকে ডাকাতির অভিযোগে হত্যা করা হয়েছে। এছাড়া পূর্বশত্রুতার জেরে দুই জন (একজন নারীসহ), মাদক মামলার অভিযুক্ত হিসেবে একজন, ছিনতাইয়ের অভিযোগে দুই জন এবং চাঁদাবাজির অভিযোগে একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়।

এ প্রসঙ্গে এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রতিবেদনে যে সংখ্যাটি উঠে এসেছে, বাস্তবে এর চেয়েও বেশি ঘটনা ঘটছে। মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না। এভাবে গণপিটুনির ঘটনা বাড়তে থাকায় এটি আইনশৃঙ্খলার অবনতিরই প্রতিফলন।

আগস্টে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমএসএফ জানায়, পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৩টি ঘটনায় ৯৬ জন সাংবাদিক নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি এবং হত্যার শিকার হয়েছেন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩০।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এছাড়া ৩৬ জন আইনি হয়রানির শিকার হয়েছেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জনকে হামলা করে আহত করা হয়েছে, ১৬ জনকে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে এবং ২০ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ৭ আগস্ট গাজীপুরে। ওই রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সাইদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর নিপীড়নের প্রতিকার নেই। তারা পুলিশের কাছে যেতে পারছেন না, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগও নেই।

আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনায়ও হতাহত হয়েছেন অনেকে। প্রতিবেদনে বলা হয়, এ মাসে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় ৫৪৯ জন আহত এবং দুই জন নিহত হয়েছেন। নিহত দুজনই বিএনপির কর্মী।

এ সময় বিএনপির অন্তর্দ্বন্দ্বে ২৩টি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে পাঁচটি, বিএনপি-জামায়াত সংঘর্ষে দুটি, আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষে একটি এবং অন্যান্য রাজনৈতিক দ্বন্দ্বে ১৮টি ঘটনা ঘটে। কিছু ঘটনায় পার্টি অফিস, বাড়িঘর, দোকানপাটে হামলা, আগুন ও ককটেল বিস্ফোরণও হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে দেশের বিভিন্ন কারাগারে ১০ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন কয়েদি এবং সাত জন হাজতি ছিলেন। জুলাই মাসেও সমানসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে।

এমএসএফের তথ্যমতে, আগস্ট মাসে ১০টি ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলা, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ, জমি দখল ও কটূক্তির শিকার হয়েছেন। এছাড়া কটূক্তির অভিযোগে তিন জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে নারী ও শিশুদের বিরুদ্ধে ৩৪৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭টি ধর্ষণ, ১৯টি সংঘবদ্ধ ধর্ষণ, চারটি ধর্ষণ শেষে হত্যা, ২৪টি ধর্ষণের চেষ্টা, ২১টি যৌন হয়রানি এবং ৯৪টি শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে।

ধর্ষণের শিকারদের মধ্যে ১১ শিশু ও ১৭ কিশোরী ছিলেন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৬ কিশোরী ও ৯ নারী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ