Views Bangladesh Logo

নুরুল হুদার গ্রেপ্তারের সময় মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গ্রেপ্তারের সময় জনরোষের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি একে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান।

সোমবার (২৩জুন) সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটলে সেটিরও তদন্ত হবে। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। তাকে আটক করা হয়নি। তবে নুরুল হুদাকে উত্তরা থেকে আটক করা হয়েছে। তাকে আটক করার সময় মবের যে চিত্র সামনে এসেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ সময় তিনি আরও জানান, কৃষিজমি রক্ষায় একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কৃষিজমি সুরক্ষা আইন’ খসড়া করা হচ্ছে, যার মাধ্যমে কৃষিজমিতে অবৈধ দখল বন্ধ করা যাবে। একই সঙ্গে দেশি ফলের উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়ার পাশাপাশি বিদেশি ফল আমদানি করেও দেশি জাত রক্ষা করার পরিকল্পনার কথা জানান তিনি।

উপদেষ্টার সফরকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ডা. চৌধুরী জাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের পরিচালক এনামুল হকসহ কৃষি মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি সেন্টারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রম উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ