Views Bangladesh Logo

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

বৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা এক মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোত্তাজারুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল কোর্টের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদক মিঠুর ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মূল হোতা হিসেবে অভিযুক্ত মিঠুকে গত ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর সেদিনই মিঠুকে আদালতে হাজির করা হয় এবং ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড ও জামিনের আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

দুদকের তথ্য অনুযায়ী, মিঠু তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৫ কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিষয়ে দুদকের চলমান তদন্তের অংশ হিসেবে এই মামলাটি দায়ের করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ