Views Bangladesh Logo

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রীক্ষা দিতে যাওয়ার পথে নিখোঁজ রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রাথমিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাহিরাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কে এন রায় নিয়তি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৯ জুন) গভীর রাতে উদ্ধার অভিযান চালানো হয়। এর আগে মাহিরাকে সাভারের যে বাড়িতে আটকে রাখা হয়েছিল, সেই বাড়িটি শনাক্ত করে র‍্যাব। এরই মধ্যে মাহিরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। র‍্যাবের সাভার সিপিসি-২ এর টহল দল তাকে এলাকার রাস্তা থেকে উদ্ধার করে।

র‍্যাব জানিয়েছে, রোববার সকাল ৮টার দিকে মিরপুর সরকারি বাঙলা কলেজে পরীক্ষা দিতে ভাটারার বাসা থেকে বের হন মাহিরা। তার পরীক্ষা দুপুর ১টায় শেষ হওয়ার কথা ছিল। তবে, বাসায় ফিরে না আসায় বিকেলে তার পরিবার পরীক্ষাকেন্দ্রে গিয়ে জানতে পারেন, মাহিরা পরীক্ষায় অংশ নেয়নি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্ধ্যায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারটি। এরপর র‍্যাব-৪ ছায়া তদন্তে নেমে সাভারে তার সম্ভাব্য অবস্থান শনাক্ত করে।

ভুক্তভোগীর বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তারা জানান, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই একজন অজ্ঞাতপরিচয় নারী মাহিরার কাছে এসে কথা বলতে শুরু করেন। ওই নারী মাহিরার নাকের কাছে কিছু একটা ধরলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে একটি অচেনা ঘরে আটকে থাকতে দেখেন মাহিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ