শরীয়তপুরে নিখোঁজ শিশুর মরদেহ সেপটিক ট্যাংকে উদ্ধার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে তাইয়েবা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সখিপুর থানার ছৈয়ালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তাইয়েবা টিটু সরদারের মেয়ে এবং স্থানীয় দারুন নাজার মাদরাসার নার্সারির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলতে বের হয়েছিল তাইয়েবা। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং আশপাশের এলাকায় খোঁজ চালায়।
দুই দিনেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে শুক্রবার সকালে আত্মীয়স্বজন ও এলাকাবাসী আবারও অনুসন্ধান শুরু করে। এ সময় প্রতিবেশী মেসবাহ উদ্দিন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খানিকটা খোলা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে ভেতর থেকে তাইয়েবা মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল জানান,
‘শিশুটি নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালানো হয়। আজ বিকেলে খবর পাই তার মরদেহ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে