শিল্পীদের দেশ ছাড়ার নেপথ্যের কারণ জানালেন মিশা সওদাগর
বিগত দেড় দশকে দেশের নাটক, সিনেমা ও সংগীতাঙ্গনের বহু তারকা বিদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে বসতি গড়েছেন। কেউ সেখানে নতুন করে জীবন শুরু করেছেন, আবার কেউ দেশে ফিরে স্বল্প পরিসরে কাজ করছেন। শোবিজ অঙ্গনে এই বিদেশমুখী প্রবণতা কেন বাড়ছে, সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে সে বিষয়ে সরাসরি মত দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তার মতে, কাজের সংকটই এই প্রস্থান–ঢেউয়ের প্রধান কারণ।
মিশা সওদাগর বলেন, “কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? একসময় দিনে চার–পাঁচটা সিনেমায় কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। যে শিল্পীরা দেশ ছেড়েছেন, তাদের কি কারো মন চাইছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বোসহ অনেকে চলে গেছেন। মাহিয়া মাহিও এখন যুক্তরাষ্ট্রে। কাজ থাকলে তারা কেউই বিদেশে যেত না।”
নিজের ব্যক্তিগত অবস্থার কথাও উল্লেখ করেন এ অভিনেতা। তার পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন, আর তিনিও বছরের বড় একটি সময় সেখানে কাটান।
শিল্পীদের জীবনযাত্রার চাপ সম্পর্কেও খোলামেলা কথা বলেন তিনি। “শিল্পীদের কাজ থাকুক বা না থাকুক, অনেক কিছুই মেইনটেইন করতে হয়। চেহারা, পোশাক, গাড়ি, মোবাইল, ঘরের পরিবেশ—সবকিছুরই একটা মান আছে। আমরা কাজ করি পরিবারের জন্য। কিন্তু কাজই যদি না থাকে, ইনকাম যদি বন্ধ হয়ে যায়—তখন একজন শিল্পী কী করবে?”—যোগ করেন মিশা।
তিনি বলেন, বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ করার সুযোগ থাকে, পরিবার নিয়ে নিরাপদে টিকে থাকা যায়। তাই অনেকে বাধ্য হয়েই দেশ ছাড়ছেন। “এটা তাদের দোষ নয়, পরিস্থিতির চাপ,” মন্তব্য করেন তিনি।
মিশা সওদাগরের বিশ্বাস, স্থানীয় চলচ্চিত্র শিল্পে কাজের পরিমাণ বাড়তে শুরু করলে বিদেশে থাকা তারকারা আবার দেশে ফিরবেন এবং শিল্পের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে