Views Bangladesh Logo

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, দায়িত্বে অবহেলায় দুই পুলিশ সদস্য ক্লোজড

পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভটির নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন এবং পোড়া দাগ দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন অভিযোগ করেন, পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে শহীদদের স্মরণে নির্মিত স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে। তার দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিরোজপুরসহ বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওড়না বা কাপড় জাতীয় কিছু জড়িয়ে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, রাতভর পুলিশ সদস্যরা দায়িত্বে থাকলেও ফজরের নামাজের আগে-পরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই পুলিশকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ