ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলা চালানো হয়েছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। হামলার সময় তার গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় ফয়সল আমিনসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর পর অনুষ্ঠিত সম্মেলনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা নিয়ে উত্তেজনা শুরু হয়। স্থানীয় নেতাকর্মীরা ফলাফল প্রকাশের দাবিতে ফয়সল আমিনসহ নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
রাত পৌনে ৯টার দিকে ফলাফল ঘোষণা করার পর তিনি গাড়িতে উঠতেই বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে তার ওপর চড়াও হন। ভিডিও ফুটেজে দেখা যায়, চেয়ার ছোড়া থেকে বাঁচতে তিনি তাড়াহুড়ো করে গাড়িতে উঠলেও হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে।
ঘটনার পরপরই পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা পালিয়ে যায়। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে