Views Bangladesh Logo

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সতর্কভাবে। কোনো ভুল করা চলবে না, কারণ রাজনৈতিক ভুলের কারণে দেশ আবারও ফ্যাসিস্টদের কবলে পড়তে পারে। আমরা আর ফ্যাসিস্ট দেখতে চাই না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন যত দ্রুত হবে, সংকটও তত দ্রুত কেটে যাবে। দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নেই—গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা সম্ভব।”

বিএনপির মহাসচিব বলেন, “দানবীয় দুঃশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় কারাভোগ করেছেন। এখন আমরা অন্তত মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ