নূরকে দেখতে ঢামেকে গেলেন মির্জা ফখরুল
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার পর বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় নূরকে দেখতে ঢামেকে যান মির্জা ফখরুল। এ সময় নূরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন তিনি।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ঢাকার রমনা থানার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। নূরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর সোমবার বিকেলে তার অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে