Views Bangladesh Logo

ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তাঁর পরিবারের একজন মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।

ঠাকুরগাঁও-১ আসন দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুলের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে।

নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, দলের পক্ষে আজ তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং ঠাকুরগাঁও-১ আসনে তাঁর রাজনৈতিক প্রভাব অটুট রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা এবারও মির্জা ফখরুলের প্রতি আস্থা রাখবেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল নিজেই। ওই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম ঘোষণা করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ