Views Bangladesh Logo

সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ মির্জা আব্বাসের

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক দলকে সহায়তা করে অন্যদের উপেক্ষা করছে, যা স্পষ্ট রাজনৈতিক পক্ষপাতিত্ব।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মৌন মিছিল ও সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, “আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করছি। দ্রুত নির্বাচন দিন, তাহলে শান্তি ফিরে আসবে। অন্যথায় আমরা ধরে নেব, দীর্ঘমেয়াদি অস্থিরতার জন্য সরকার নিজেই দায়ী।”

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি বিকেল ৫টায় শুরু হয় এবং কাকরাইল ও মগবাজার হয়ে আবুল হোটেলের কাছে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির মহিলা দলের নেত্রীরা মিছিলে নেতৃত্ব দেন।

বক্তব্যে মির্জা আব্বাস সমালোচনা করেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের, যারা তার দাবি অনুযায়ী, আন্দোলনের উত্তরাধিকারকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি বলেন, “শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি। তারা জনগণের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অথচ এখন তাদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।”

তিনি আরও এক ধর্মীয় নেতারও সমালোচনা করেন, যিনি আগে জামায়াত ইসলামীর সমালোচনা করলেও এখন তাদের সঙ্গে ঐক্য গড়েছেন। আব্বাস বলেন, জামায়াত বিভিন্ন সময় বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে মন্ত্রিত্ব আদায় করেছে। “তারা সবসময়ই সুযোগসন্ধানী,” বলেন তিনি।

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে ফেলার প্রচেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আব্বাস। তিনি বলেন, “ভেবেচিন্তে কথা বলুন। এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে জনমনে ক্ষোভ সৃষ্টি হতে পারে। বিএনপি নৈরাজ্যের দল নয় — আমরা গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে লড়াই করি।”

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “১৭ বছর ধরে আমরা ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। কেউ কেউ আমাদের নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু যতদিন একজন বিএনপি কর্মী জীবিত থাকবে, ততদিন তারা সফল হবে না।”

এই কর্মসূচির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনু এবং সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ