মিরপুরের আগুন কাঠামোগত ও অবহেলাজনিত হত্যাকাণ্ড: আইপিডি
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) মিরপুরের শিয়ালবাড়ী, রূপনগরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুকে কাঠামোগত ও অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি দাবি করেছে যে, দোষীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা উচিত।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইপিডি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে।
আইপিডি বলেছে, এই অগ্নিকাণ্ডটি অবৈধ বিপজ্জনক শিল্প ইউনিট, ফায়ার সেফটি সনদ না থাকা, বিল্ডিংয়ে অগ্নিনির্বাপন ও সুরক্ষা ব্যবস্থা না থাকা এবং নগর পরিকল্পনা বিধিমালা না মানার ফলস্বরূপ ঘটেছে।
‘শিল্প মালিকরা নগর পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিল্ডিং এবং শ্রম আইনগুলো পরোয়া না করে অবাধে এসব কাজ চালিয়ে গেছেন,’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ‘শ্রমিকদের দারিদ্র্যকে শোষণ করে তাদের বিপজ্জনক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। তাদেরকে অবশ্যই এই মৃত্যুর জন্য দায়ী করা উচিত।’
সংস্থাটি আরও বলেছে, জেলা প্রশাসন, পুলিশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ফ্যাক্টরি ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ, শ্রম অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকলেই দায়ী। যদি এই কর্তৃপক্ষগুলো তাদের দায়িত্ব পালন করত, তাহলে এই মর্মান্তিক প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হতো।
আইপিডি উল্লেখ করেছে, ঢাকা এবং অন্যান্য নগর এলাকায় শিল্প ইউনিটের অপরিকল্পিত নির্মাণ সরকারের পর্যায়ে দুর্নীতির প্রতিফলন, যা তৎকালীন অবিলম্বে মোকাবিলা করা উচিত।
‘কেউই শ্রমিক বা পার্শ্ববর্তী বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে কারখানা স্থাপন করার অধিকার রাখে না, নগরের মাস্টার প্ল্যান বা শিল্পাঞ্চল উপেক্ষা করে,’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ‘সরকারকে এমন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করতে এবং শ্রমিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎকালীন ব্যবস্থা নিতে হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে