শ্রীলঙ্কায় গিয়ে জ্বরে পুড়ছেন মিরাজ
আর মাত্র এক দিন পরই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরআগে বাংলাদেশ দলের দুঃসংবাদ, শ্রীলঙ্কায় যাওয়ার পর জ্বরে পুড়ছেন মেহেদী হাসান মিরাজ।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, জ্বরের কারণে দলের সঙ্গে প্রথম প্র্যাকটিস সেশনে অনুপস্থিত ছিলেন এই অলরাউন্ডার। টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে তাকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
১৭ জুন থেকে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। গলে স্পিন-সহায়ক উইকেটে খেলা হতে পারে। এমন উইকেটে মিরাজ খুবই কার্যকরী বোলার।
আশা করা হচ্ছে, বাংলাদেশ টেস্ট দলের এই সহ-অধিনায়ককে প্রথম ম্যাচের দলে পাওয়া যাবে। তাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার (১৬ জুন) বাংলাদেশ দলের দ্বিতীয় প্র্যাকটিস সেশন রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে