ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভে কালি লেপেছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর স্মৃতিস্তম্ভে কালি লেপে তা বিকৃত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের কোনো একসময় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার স্মরণে গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে নানা স্মৃতিস্তম্ভ ও প্রতিকৃতি স্থাপন করা হয়। চিনাইর ডিগ্রি কলেজের সামনে থাকা স্মৃতিস্তম্ভটিতেও তার প্রতিকৃতি বসানো হয়।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, রোববার কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিদ্যমান বিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে অন্য পক্ষকে ফাঁসানোর চেষ্টা করতে পারে।
চিনাইর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলী আজম বলেন, নবীনবরণ অনুষ্ঠান নিয়ে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ তৈরি হয় এবং সোমবার থেকেই উত্তেজনা বাড়ে। সেই সুযোগে একটি চক্র পরিস্থিতি আরও ঘোলাটে করতে স্মৃতিস্তম্ভ বিকৃতির কাজটি করে থাকতে পারে।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, 'মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের উদ্যোক্তা আমি। কে বা কারা এমন কাজ করেছে—এতে আমি মর্মাহত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।'
সদর থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে