মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোসররা: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা সম্পূর্ণ ব্যক্তিগত ও তার দলের নিজস্ব সিদ্ধান্ত।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত ‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে প্রশ্নে প্রেস সচিব বলেন, 'যারা মাইনাস ফোরের কথা বলছে তারা স্বৈরাচারের দোসরদের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই এমন কোনো ফর্মুলা উপস্থাপন করা হয়নি।'
তিনি আরও যোগ করেন, যিনি মাইনাস হয়েছেন তিনি 'হত্যাযোগ্য অপরাধের কারণে' মাইনাস হয়েছেন।
প্রেস সচিব জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর দল এবং দলটি এখনো 'ব্যান্ড' হয়নি।
তিনি বলেন, 'জাতীয় পার্টি নির্বাচন করবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস প্রমাণ করে—স্বৈরাচারের ভয়াবহ দোসর ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, সেগুলো তারা জাতীয় পার্টির সহযোগিতায় করেছে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে