Views Bangladesh Logo

সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের লক্ষ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর যে বই নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, তা বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিল করা হয়। এরপর তার দায়িত্বকালে বই ক্রয় প্রক্রিয়া ও নির্বাচিত বইয়ের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

বিশেষ করে কমিটি কর্তৃক ক্রয়কৃত বইয়ের তালিকা অনলাইনে প্রকাশ পাওয়ার পর বিভিন্ন মহল থেকে স্বচ্ছতা ও মান নিয়ে প্রশ্ন তোলা হয়। এই পরিস্থিতিতেই সংস্কৃতি মন্ত্রণালয় বই নির্বাচন কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ