Views Bangladesh Logo

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জারিফ ফারহান(১৪)। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে।

জারিফের মৃত্যুর বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল জারিফের। সে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও ৪০ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা পাঁচজনের। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আঁছড়ে পড়ে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ