Views Bangladesh Logo

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত রাইসা মনির দাফন আলফাডাঙ্গায়

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ৯ বছর বয়সী শিশু রাইসা মনিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে গোপালপুর ইউনিয়নের বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

দাফনকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, সেনাবাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত শোকাহত মানুষ। দাফনের আগে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।

রাইসার বাবা শাহাবুল শেখ জানান, দুর্ঘটনার পর থেকেই তারা মেয়েকে খুঁজছিলেন। পরে মঙ্গলবার দুপুরে সিএমএইচে গিয়ে মুখমণ্ডল দেখে মরদেহ শনাক্ত করেন তিনি। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

জানা গেছে, রাইসা মনির বাড়ি বাজড়া গ্রামে হলেও পরিবারটি উত্তরার নয়ারনগরে ভাড়া বাসায় বসবাস করছিল। তার বাবা একটি গার্মেন্টস এক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক। তিন ভাইবোনের মধ্যে রাইসা ছিল দ্বিতীয়। বড় বোন সিনথিয়া (১৪) একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী এবং ছোট ভাই রাফসান (৪)।

দুর্ঘটনার সময় রাইসার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। ঘটনার পর প্রথমে তাকে নিখোঁজ হিসেবে ধরা হয়েছিল। পরে সিএমএইচে পাওয়া একটি মরদেহ থেকে তার মুখমণ্ডল দেখে শনাক্ত করে পরিবার। নিশ্চিত হতে পাঠানো হয় ডিএনএ নমুনা।

দাফনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, 'রাইসা মনির মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।'

এই হৃদয়বিদারক ঘটনায় গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুকণ্ঠের চিরতরে থেমে যাওয়া যেন সবার বুকেই কষ্টের দীর্ঘশ্বাস হয়ে বেজে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ