মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসা দেয়ার প্রস্তাব ভারতের
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ভারত সরকার।
উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে কলেজটির একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তার পর মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে একটি চিঠির মাধ্যমে এই প্রস্তাব জানায় বলে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা নিশ্চিত করেন।
পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে চিঠিতে ভারত জানায়, গুরুতর আহতদের চিকিৎসায় যদি কোনো বিশেষ চিকিৎসা সহায়তা প্রয়োজন হয় তাহলে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (পূর্বে টুইটার) এ এক পোস্টে বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জনই ১২ বছরের কম বয়সী শিশু। বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে