Views Bangladesh Logo

মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেল দগ্ধ আরিয়ান

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়ান আফিফকে ১২২ দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

ডা. নাসির উদ্দিন বলেন, আরিয়ানকে সুস্থ করে তুলতে চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফসহ পুরো ইউনিট দিন-রাত পরিশ্রম করেছে। ভবিষ্যতে তার নিয়মিত ফলো-আপ চলবে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা ইনস্টিটিউট থেকে প্রদান করা হবে। তার দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।

চিকিৎসকরা জানান, ১২২ দিনে আরিয়ানের ৩৪টি অস্ত্রোপচার করতে হয়েছে। প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়ে গত ২১ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। এর মধ্যে ৮ বার তাকে আইসিইউতে নিতে হয়, ৩ দিন ছিলেন লাইফ সাপোর্টে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ