২৭ জুলাই থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমান দুর্ঘটনার পর আগামী রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু করতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এদিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেবে। পরবর্তী সপ্তাহগুলোতে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা ধাপে ধাপে ক্লাসে ফিরবে।
বুধবার (২৩ জুলাই) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে আগুন ধরে যায় এবং বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে ধাপে ধাপে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রোধে কলেজের দুই উপদেষ্টার নির্দেশে ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে