Views Bangladesh Logo

৩৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে মাইলস্টোনের তাসনিয়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। জীবনের জন্য টানা ৩৩ দিন লড়াই করার পর শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

ফরিদপুরের মধুখালী থানার তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।  জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ২১ জুলাই দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের পর তাসনিয়াকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।

ওই মর্মান্তিক দুর্ঘটনায় এর আগে ৩৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তাসনিয়ার মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৬–এ। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ