যুদ্ধবিমান বিধ্বস্তে মারা গেল মাইলস্টোনের মাহিয়াও, নিহত বেড়ে ৩৪ জন
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ১৫ বছর বয়সী মাহিয়া তাসনিম মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হলেন। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠানটির শিশু শিক্ষার্থী।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মারা যাওয়া মাহিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন।
এর আগে দুপুর দেড়টার দিকে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) মারা যায়। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
তবে, দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ৩০ জন নিহতের কথা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫৫ জন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪৩ জন এবং মারা গেছেন ১২ জন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ১১ জন এবং নিহত ১৫ জনের তথ্য মিলেছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন একজন। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন আরও একজন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে