মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত যুদ্ধবিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া মাহতাব উদ্দিন (১৪) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মাহতাবের মৃত্যু হয়। এর আগে চলতি সপ্তাহেই দ্বিতীয় শ্রেণির ছাত্র আট বছর বয়সী নাফিও মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সর্বোচ্চ চিকিৎসা চেষ্টার পরও তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মারা যায় সে।
জানা গেছে, মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া গ্রেট ওয়াল সিরামিকসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে