আরও দুদিন ছুটি ঘোষণা করল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী রবি ও সোমবারও (২৭ ও ২৮ জুলাই) ছুটি ঘোষণা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
শনিবার (২৬ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের নির্দেশক্রমে পরিচালক (শিক্ষা) মো. শামীম মুন্সি জরুরি নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার (নিহত ও আহতসহ) সব কোমলপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার শিকার সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
এতে আরও বলা হয়, এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায়, উদ্ধার কাজে নিয়োজিত সবার সম্মানার্থে এবং সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রোববার (২৭ জুলাই) ও সোমবার (২৮ জুলাই) এ দুদিনও ছুটি থাকবে। এ মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের সব শ্রেণির ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ জন, যাদের মধ্যে বেশির ভাগই শিশু।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে