মাইলস্টোনে দগ্ধ অফিস সহকারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন প্রতিষ্ঠানটির অফিস সহকারী মাসুমা (৩২)। শনিবার (২৬ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শুক্রবার বিকেলে একই ইনস্টিটিউটে মারা যায় মাকিন (১৩) নামের এক শিক্ষার্থী। শনিবার সকালে প্রাণ হারায় আরও এক শিক্ষার্থী জারিফ ফারহান। সবমিলিয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৫১ জন। বিমান বিধ্বস্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ২০ শিক্ষার্থী, ২ শিক্ষক ও ২ অভিভাবক নিহত হয়েছেন।
গত সোমবার দুপুরে দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় এবং অনেকে দগ্ধ ও আহত হন। তাদের মধ্যে অনেকেই ছিলেন শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।
দুর্ঘটনার পর রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার এক দিনের শোক ঘোষণা করে সরকার। ওই দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও পালন করা হয় এই শোক।
এ ছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে